ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

পদত্যাগ করলেন ট্রাম্পের আইনজীবীদের মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ২১ জুলাই ২০১৭ , ০১:১১ পিএম


loading/img

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী দলের মুখপাত্র মার্ক কোরালো পদত্যাগ করেছেন। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে আইনজীবীদের কর্মপরিকল্পনা ও সীমাবদ্ধতায় হতাশ ছিলেন কোরালো।

বিজ্ঞাপন

ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে প্রতিনিধিত্ব করা মার্ক কাসোউইতজের মুখপাত্রও ছিলেন কোরালো। তবে ট্রাম্পের দল থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে জানায়, বিচার বিভাগের বিশেষ কাউন্সিল রবার্ট মুলারের খুবই কাছের ছিলেন কোরালো। রবার্ট মুলারই ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে তদন্তের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জনসমক্ষে বেশ কয়েকবার তার প্রশংসা করেছেন।

বিজ্ঞাপন

মুলার তার দলে যোগ দেয়ার জন্য বেশ কয়েকজন বড় আইনজীবীকে নিয়োগ দিয়েছেন।

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মুলারের তদন্ত কাজে ব্যহত করার চেষ্টা করছে ট্রাম্পের আইনজীবীরা। তারা এজন্য মুলারের আইনজীবীদের অতীত অনুসন্ধান করছেন।

এদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের আইনজীবীরা তদন্ত বাতিল বা সীমাবদ্ধ করার চেষ্টা করছে। একইসঙ্গে মুলারের আইনজীবীদের ভুল খুঁজে বের করার চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

এপি/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |